ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফুটবল বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের চরম সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৮:৩৬:০৫
ফুটবল বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের চরম সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র নয় মাস বাকি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর। এর মধ্যেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে নতুন বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন—যেসব শহরকে তিনি "বামপন্থি উগ্রপন্থিদের নিয়ন্ত্রিত" ও "অসুরক্ষিত" মনে করেন, সেখানে কোনোভাবেই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে দেওয়া হবে না। প্রয়োজনে ভেন্যু সরিয়ে নেওয়া হবে অন্যত্র।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,"যে শহরগুলো বামপন্থি উগ্র নেতৃত্বে চলছে—যারা জানেই না কীভাবে শাসন করতে হয়—সেখানে বিশ্বকাপ হতে দেওয়া হবে না। বিশ্বকাপ নিরাপদ হবে, কিন্তু যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ম্যাচ অন্য শহরে সরিয়ে নেব।"

বিশেষভাবে তিনি সিয়াটল (লুমেন ফিল্ডে ছয়টি ম্যাচ) ও সানফ্রান্সিসকো (লিভাইস স্টেডিয়ামে ছয়টি ম্যাচ)–এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া শিকাগো নিয়েও মন্তব্য করেন তিনি, যেখানে "অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি" বলে দাবি করেন।

ট্রাম্প আরও বলেন,"যদি মনে করি কোনো শহর সামান্যতমও নিরাপদ নয়, তবে শুধু বিশ্বকাপ নয়, এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক–ও স্থগিত করতে হতে পারে।"

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দীর্ঘ প্রস্তুতির পর ভেন্যুগুলো চূড়ান্ত করা হয়েছে। কিন্তু প্রেসিডেন্টের এমন হুমকির ফলে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক প্রভাব নতুন কিছু না হলেও, ট্রাম্পের এই মন্তব্য আয়োজক কমিটি, ফিফা এবং অংশগ্রহণকারী দেশগুলোর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এমন একটি বিশাল টুর্নামেন্টের ভেন্যু হঠাৎ পরিবর্তনের হুমকি বাস্তবায়িত হলে ফিফাকে কূটনৈতিক ও লজিস্টিক— দুই দিক থেকেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে