ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

‘সম্মানহানির শিকার’ রাষ্ট্রপতি, যা লিখলেন চিঠিতে

২০২৫ অক্টোবর ০১ ১৮:৪৮:২২
‘সম্মানহানির শিকার’ রাষ্ট্রপতি, যা লিখলেন চিঠিতে

নিজস্ব প্রতিবেদক : বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি নিজে। বিষয়টি প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

বুধবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রপতির স্বাক্ষরিত সেই চিঠি প্রকাশ করেন জুলকারনাইন। চিঠির তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৫।

রাষ্ট্রপতি তার চিঠিতে প্রশ্ন তোলেন,"রাষ্ট্রপতির আসনে আসীন একজন ব্যক্তি যেন অপদস্ত না হন, সেই বিবেচনায় কি আরও কৌশলী কোনো পদক্ষেপ নেওয়া যেত না?"

তিনি জানান, রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত সহায়তা দিয়েছেন।

তবে তিনি আফসোস প্রকাশ করে বলেন,"কেন এমন একটি দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো ছবি অপসারণের ক্ষেত্রে?"

রাষ্ট্রপতি আরও বলেন:“আমি কোনো আবদার করিনি যে আমার ছবি রাখা হোক। কিন্তু যেভাবে প্রতিযোগিতার মতো এক রাতের মধ্যে বিশ্বব্যাপী দূতাবাসগুলো থেকে আমার ছবি সরানো হয়েছে, তাতে শুধু গণমাধ্যমেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটি অত্যন্ত অপমানজনক।”

তিনি জানান, ‘জিরো পোর্ট্রেট পলিসি’-তে তাঁর সমর্থন রয়েছে, তবে বিষয়টি সুষ্ঠুভাবে ও কৌশলে বাস্তবায়ন করা হলে তা গণমাধ্যমের খোরাক হতো না, এবং রাষ্ট্রপতির মানসিক সমর্থনও থাকত।

চিঠির শেষাংশে রাষ্ট্রপতি লেখেন, “এ বিষয়ে কোনো অনুযোগ নয়, শুধু একটি আর্তনাদ রইল।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে