ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রবাসীরা এক ক্লিকে জেনে নিন ইসির পরিকল্পনা!

২০২৫ অক্টোবর ০২ ১৬:১৪:৩৯
প্রবাসীরা এক ক্লিকে জেনে নিন ইসির পরিকল্পনা!

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটদানের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। অনলাইন ভোটিং এখনো নিরাপদ নয় বলে আপাতত এই পদ্ধতিই গ্রহণ করা হচ্ছে।

নভেম্বর মাসে ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপ চালু করা হবে, যেখানে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি ট্র্যাক করতে পারবেন। প্রবাসীদের পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। আরও উপস্থিত ছিলেন আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে