ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

২০২৫ অক্টোবর ০১ ১৯:১৮:০১
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে এবং নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জয় জানান,“আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসা এখনও চলছে। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।”

টিউমার ধরা পড়ে এমআরআই-তে

চলতি বছরের শুরু থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন

৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার এমআরআই করা হয়

রিপোর্টে ব্রেনের গভীরে টিউমার ধরা পড়ে, যা গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস জানিয়েছে, অপারেশন ঝুঁকিপূর্ণ হতে পারে

চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা

পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল লন্ডনে নেওয়া হয় তাকে

হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয় নিউরোসার্জনের তত্ত্বাবধানে

৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অপারেশন হয়

ডাক্তারদের মতে, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। ফলে আংশিক অপারেশন করে বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসা চলছে ধাপে ধাপে

৩০ দিনব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হচ্ছে অক্টোবরে

সপ্তাহে ৫ দিন করে ৬ সপ্তাহ চলবে চিকিৎসার এই ধাপ

এরপর আরও ৪ সপ্তাহ ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন

চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে তিনি দেশে ফিরতে পারবেন

নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয় বলেন,“আমার বাবার সুস্থতার জন্য আপনাদের দোয়া কামনা করছি। নিরাপদ সড়কের আন্দোলনে তার অগ্রণী ভূমিকা এখনো দেশের জন্য প্রয়োজনীয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে