ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তামিমের অভিযোগের জবাব দিলেন আসিফ মাহমুদ

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৬:২৭:৪৬
তামিমের অভিযোগের জবাব দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলর মনোনয়নপত্র জমার শেষ দিন। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি।

গতকাল (রোববার) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পদপ্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের আশায় আমি প্রার্থী হয়েছি। কিন্তু কাউন্সিলর মনোনয়ন নিয়ে যেভাবে পক্ষপাতমূলক আচরণ হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। জেলা ও বিভাগীয় পর্যায়ে সভাপতির পক্ষ থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে চিঠি পাঠিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে।”

তামিম আরও বলেন, “এটা নির্বাচন নয়, বরং সিলেকশন চলছে। সরকারের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে মনে হচ্ছে। কিছু মৌখিকভাবে হয়েছে, যেগুলোর প্রমাণ নেই, তবে কিছু বিষয়ে নথিপত্রসহ প্রমাণ দেখানো যাবে। ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠনের পর থেকে সব সিদ্ধান্ত কমিশনের মাধ্যমেই হওয়ার কথা। অথচ ১৭ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচালকদের মাধ্যমে মনোনয়ন জমার সময়সীমা একতরফাভাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়, পরে আবার ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এসব সিদ্ধান্তে পরিচালকদের মতামতও নেওয়া হয়নি।”

তামিম কারও নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে।

রোববার রাতে একটি টেলিভিশন চ্যানেলে এসব অভিযোগের জবাব দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “সরকার কোনো হস্তক্ষেপ করছে না, বরং রুটিন কার্যক্রম পরিচালনা করছে। সরকারের এখতিয়ারের বাইরে কিছু হলে, তখন সেটিকে অবৈধ হস্তক্ষেপ বলা যাবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে কিংবা আইসিসিকেও জানানো যেতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ক্রীড়া সংস্থার মধ্য থেকেই কাউন্সিলররা আসুক। কারণ একটি সুষ্ঠু নির্বাচন আমাদের উদ্দেশ্য। ক্রীড়া সংস্থার বাইরের লোকজনকে নিয়ে নির্বাচন করলে আইনি জটিলতা তৈরি হতে পারে। সরকারের অধীন কেউ সরকারের সঙ্গে কথা বললে, সেটিকে হস্তক্ষেপ বলা যায় না। এটি স্বাভাবিক দাফতরিক কাজের অংশ।”

এছাড়া, ক্রীড়া উপদেষ্টা দাবি করেন— নির্বাচনকে সামনে রেখে তামিম ইকবালকে সামনে রেখে একটি মহল নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে