ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাকিবের উপর চটেছেন আসিফ, সারজিস, হাসনাতরা

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৪:০৬:৪৪
সাকিবের উপর চটেছেন আসিফ, সারজিস, হাসনাতরা

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার সাকিব আল হাসানের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সাকিব একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, "শুভ জন্মদিন আপা"। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে পড়ে, যেখানে প্রায় ৯.৭৪ লাখ রিয়্যাক্ট, ২.৬১ লাখ মন্তব্য এবং ৬৫ হাজার শেয়ার হয়েছে।

এই পোস্টের পর থেকেই নানা প্রতিক্রিয়া শুরু হয়। দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, সাকিবকে দেশে ফিরতে না দেওয়াটা যৌক্তিক ছিল, যদিও সরাসরি তার নাম উল্লেখ করেননি।

এর কিছু সময় পর সাকিব আবার একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেন, "যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।" এই পোস্টে আসিফ মাহমুদের বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট ছিল।

সাকিবের এমন আচরণে ‘জুলাই যোদ্ধা’ পরিচিত সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন। সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন,"টাকার কাছে নিজেকে বেচে দেওয়া লোভী হিসেবে তুমি আর কখনো বাংলাদেশের জার্সি গায়ে পাবে না। হাজারো শহীদের রক্তের প্রতি আমাদের প্রজন্মের অঙ্গীকার এটা।"

হাসনাত আব্দুল্লাহ সাদিকুর রহমান খান নামের অনলাইন অ্যাক্টিভিস্টের একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে সাকিবের দেশে ফেরার আহ্বান ও এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেয়া হয়েছে।

নেটিজেনরাও সাকিবের এই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করছেন। কেউ প্রশ্ন তুলছেন,"কত টাকা দিলে হাজারো শহীদের রক্তে চোখ বন্ধ করা যায়?" আবার কেউ বলছেন,"খেলোয়াড় সাকিব আর রাজনৈতিক সাকিব এক নয়।"

এছাড়া, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সাকিবের দেখা যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কোকাকোলার ক্যানও দেখা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে