ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের তালিকা পেল এনসিপি

২০২৫ অক্টোবর ০২ ১৭:৩১:৪৩
বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের তালিকা পেল এনসিপি

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধনের আবেদনকারী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘শাপলা’ প্রতীক না দিয়ে বেগুন, বালতি, উটপাখি, ঘুড়িসহ ৫০টি বিকল্প প্রতীকের তালিকা থেকে পছন্দ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, শাপলা প্রতীক নির্বাচনী বিধিমালায় নেই, তাই তা বরাদ্দ দেওয়া যাবে না।

‘জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর তফসিলে মোট ১১৫টি প্রতীক রয়েছে। শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা—এই প্রতীকগুলোর কোনোটিই সেখানে অন্তর্ভুক্ত নয়। ফলে, নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দ করতে অপারগ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আবেদনকারী দল চাইলে নির্ধারিত প্রতীকের তালিকা থেকে একটি পছন্দ করে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

নির্বাচন কমিশনের দেওয়া তালিকায় যেসব প্রতীক থেকে এনসিপিকে পছন্দ করতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে:

আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টেবিল, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

শাপলা প্রতীক না পাওয়ায় এনসিপির একটি প্রতিনিধিদল ইসি কার্যালয়ে গিয়ে প্রতীক আদায়ের হুমকি দেয়। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন:

"রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন, সেটি তাদের অধিকার। আমরা শ্রোতা হিসেবে শুনি এবং আইন অনুযায়ী কাজ করে যাব। আমি এটিকে কোনো হুমকি হিসেবে দেখি না। তারা দেশপ্রেমিক, দেশের মঙ্গল চান—এমনটাই আমরা বিশ্বাস করি।"

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সাল থেকে চালু হওয়া নিবন্ধন প্রক্রিয়ায় এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও বিভিন্ন কারণে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়। সেগুলো হলো:বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি,জাগপা

সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতকে পুনঃনিবন্ধন দিয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ ২টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, আর ১৩টি দলের আবেদন এখনো পর্যালোচনায় রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে