ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, দুই কোম্পানির চমক

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৯:৩৫:২৬
ছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, দুই কোম্পানির চমক

নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ছয়টি কোম্পানি হলো—এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ইস্টার্ন হাউজিং, ওয়ালটন হাইটেক এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানা গেছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক ও বাংলাদেশ সাবমেরিন কেবলস বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং বাকি তিনটি কোম্পানি আগের সপ্তাহে ঘোষণা দিয়েছিল।

এনভয় টেক্সটাইল ও ইস্টার্ন হাউজিং-এর রেকর্ড প্রবৃদ্ধি

এনভয় টেক্সটাইল: এই কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড-এর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ, ইপিএস দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থবছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। আগামী ৬ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন হাউজিং: এই কোম্পানিও ডিভিডেন্ড ও আয়ে বড় উন্নতি দেখিয়েছে। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য তারা ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের ১৯ শতাংশের তুলনায় বেশি। কোম্পানিটির ইপিএস ৬ টাকা ৪ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে। বিশেষ করে শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ঋণাত্মক ১০ টাকা ৪২ পয়সা থেকে ইতিবাচক ২ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়েছে। তাদের এজিএম হবে আগামী ৩০ অক্টোবর।

অন্যান্য কোম্পানিগুলোর ডিভিডেন্ড পরিস্থিতি

বাংলাদেশ সাবমেরিন কেবলস: কোম্পানিটি স্থিতিশীলতা বজায় রেখে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য টানা ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত) থেকে সামান্য বেড়ে ৯ টাকা ৯৩ পয়সা (ডাইলুটেড) হয়েছে। তবে শেয়ার প্রতি নগদ প্রবাহ ১৭ টাকা ৬৩ পয়সা থেকে কমে ১৩ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। তাদের এজিএম ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ওয়ালটন হাইটেক: এই কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যদিও এটি আগের বছরের ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড-এর তুলনায় কম। কোম্পানিটির ইপিএস ৪৪ টাকা ৭৮ পয়সা থেকে কমে ৩৪ টাকা ২২ পয়সায় নেমেছে। তবে শেয়ার প্রতি নগদ প্রবাহ সামান্য বেড়ে ৫৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। তাদের এজিএম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মুন্নু সিরামিক: এই কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড-এর চেয়ে বেশি। যদিও তাদের ইপিএস ৩৯ পয়সা থেকে কমে ২২ পয়সায় দাঁড়িয়েছে এবং শেয়ার প্রতি নগদ প্রবাহ ঋণাত্মক ৪ টাকা ৪৪ পয়সায় নেমে গেছে। তাদের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড-এর চেয়ে কিছুটা কম। এই কোম্পানির এজিএম হবে আগামী ৩ নভেম্বর।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে