ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

সরকারি তিন ব্যাংকে চাকরির পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি

২০২৫ অক্টোবর ০২ ১৫:১৫:৫১
সরকারি তিন ব্যাংকে চাকরির পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সরকারি তিনটি ব্যাংকে ‘সিনিয়র অফিসার (আইটি)’ (৯ম গ্রেড) পদের জন্য ১৩৫টি শূন্য পদে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার তিনটি কেন্দ্রে, তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ অক্টোবর ২০২৫। বাংলাদেশ ব্যাংক ২৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সালের এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে তিনটি ব্যাংক—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি—এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত।

পরীক্ষার সময়সূচি:

• সকাল ৯টা থেকে দুপুর ১২টা

• প্রিলিমিনারি পরীক্ষা: এক ঘণ্টা

• লিখিত পরীক্ষা: দুই ঘণ্টা

পরীক্ষার কেন্দ্রসমূহ:১. লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা২. লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা৩. সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:১. প্রবেশপত্র পরীক্ষা শুরুর আগে সংগ্রহ করতে হবে।২. কেন্দ্রের অভ্যন্তরে চেকিং এবং স্থানসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে।৩. প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড, ডিজিটাল বা স্মার্ট ওয়াচ সহ কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের মধ্যে নেওয়া যাবে না।৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান দৃশ্যমান রাখতে হবে।

এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনসহhttps://erecruitment.bb.org.bd/career/20250929_bscs_105.pdfবিস্তারিত দেখুন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে