ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

এমিরেটসের বিমান যাত্রায় বড় পরিবর্তন

২০২৫ অক্টোবর ০২ ১৭:১১:৪৬
এমিরেটসের বিমান যাত্রায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : এমিরেটস এয়ারলাইন্স বুধবার (১ অক্টোবর) থেকে প্লেনে পাওয়ার ব্যাংকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা বিমানে ১০০ ওয়াট আওয়ারের নিচের পাওয়ার ব্যাংক বহন করতে পারলেও, প্লেনের মধ্যে তা দিয়ে কোনো ডিভাইস চার্জ করা যাবে না এবং কোনো ডিভাইস থেকে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যাবে না।

এছাড়া, পাওয়ার ব্যাংককে বিমানের ওভারহেড স্টোরেজ বিনে (কেবিন ব্যাগেজ রাখার জায়গা) রাখা যাবে না; এটি অবশ্যই সিটের পকেট বা সিটের নিচে রাখা ব্যাগে রাখতে হবে। আগের নিয়ম অনুসারে, চেক-ইন লাগেজেও পাওয়ার ব্যাংক বহন নিষিদ্ধ থাকবে।

এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য বিমানের প্রতিটি সিটের পাশে চার্জিং পয়েন্ট রয়েছে। দীর্ঘ ফ্লাইটে যাত্রীরা তাদের ডিভাইসগুলো পূর্ণ চার্জ করে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীদের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ায়, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লিথিয়াম ব্যাটারির অতিরিক্ত চার্জিং বা ক্ষতির ফলে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ ঘটতে পারে, যা একটি স্ব-ত্বরান্বিত প্রক্রিয়া। এতে ব্যাটারির তাপমাত্রা দ্রুত এবং নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়ে আগুন, বিস্ফোরণ এবং বিষাক্ত গ্যাস নির্গমনের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সাধারণত উন্নত লিথিয়াম ব্যাটারি-চালিত ডিভাইসে একটি ‘ট্রিকল সিস্টেম’ থাকে, যা অতিরিক্ত চার্জ হওয়া থেকে ব্যাটারিকে রক্ষা করে। কিন্তু অনেক সাধারণ পাওয়ার ব্যাংকে এই নিরাপত্তা ব্যবস্থা থাকে না, যা ঝুঁকি বাড়িয়ে দেয়।

এমিরেটসের নতুন নিয়ম অনুসারে, যাত্রীরা বিমানে যেসব পাওয়ার ব্যাংক বহন করবেন, তা যাতে নিরাপদ স্থানে রাখা হয়, যাতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন এবং আগুন নেভাতে সক্ষম হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে