ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে বিপাকে সজীব ওয়াজেদ জয়

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৫:৩৫:৩৮
যুক্তরাষ্ট্রে বিপাকে সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা বাড়ি, ব্যাংক হিসাব এবং বিলাসবহুল গাড়িসহ অন্যান্য সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশটিতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (MLAR) পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ সেপ্টেম্বর একটি আদালতের আদেশের মাধ্যমে এসব সম্পদ জব্দের অনুমোদন পাওয়া যায়।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে এই চিঠি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে থাকা অর্থপাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সহায়তা চাওয়া। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, জয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন এবং সেই অর্থের উৎস আয়কর রিটার্নে গোপন রেখেছেন।

দুদকের নথিতে উল্লেখ আছে, সজীব ওয়াজেদের নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গ্রেট ফলস এলাকায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া আরও একটি বাড়ি রয়েছে ফলস চার্চ এলাকায়, যার মূল্য আনুমানিক ৭ কোটি ৭৩ লাখ টাকা। মোট দুই বাড়ির মূল্য ৫৩ কোটি টাকার বেশি।

তাছাড়া, জয় এবং তার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে যুক্তরাষ্ট্রে মোট ১২টি ব্যাংক হিসাব চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি ব্যক্তি মালিকানাধীন, একটি যৌথ হিসাব এবং বাকি ৬টি ব্যবসায়িক অ্যাকাউন্ট। এসব হিসাবের মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ লেনদেন হয়েছে বলে দুদক জানিয়েছে।

তদন্তে আরও দেখা গেছে, জয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি কোম্পানি যুক্তরাষ্ট্রে সক্রিয় রয়েছে। এ কোম্পানাগুলো হলো— গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন্স, প্রাইম হোল্ডিং, ওয়াজেদ ইন, অসিরিস ক্যাপিটাল পার্টনার্স, ব্লু হেভেন ভেনচারস, এবং ট্রুপে টেকনোলজিস। এসব কোম্পানির মাধ্যমে সম্পদ লুকানো বা মানি লন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া, জয়ের নামে ৮টি বিলাসবহুল গাড়ির অস্তিত্ব পাওয়া গেছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, ল্যান্ড রোভার, এবং ম্যাকলারেন ব্র্যান্ডের গাড়ি। এসব গাড়ির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, জয়কে আসামি করে প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও সম্পদ চিহ্নিত করে তা জব্দের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, এই অভিযোগে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় তার মায়ের প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে হুন্ডি ও বিভিন্ন অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন এবং সেগুলোর মাধ্যমে বিভিন্ন সম্পদ গড়েছেন। অথচ, এসব সম্পদের কোনো তথ্য তিনি আয়কর নথিতে প্রদর্শন করেননি।

শেখ হাসিনার ১৫ বছর মেয়াদি শাসনের পতনের পর চলমান গণআন্দোলনের মুখে তিনি দেশত্যাগ করেন এবং ৫ আগস্ট ভারতে যান। অন্যদিকে, তার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

দুদকের দাবি, সজীব ওয়াজেদ জয় একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার বৈধ আয়ের উৎসের তথ্য ও বিদেশে অর্জিত সম্পদের হিসাব জাতীয় রাজস্ব বোর্ডে (NBR) দাখিল করেননি। বরং তিনি বিদেশে অর্থপাচার করে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন, যা দেশীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে