ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

ইলিশ ধরার বিষয়ে যা জানাল অধিদপ্তর

২০২৫ অক্টোবর ০২ ১৬:০৮:৫৬
ইলিশ ধরার বিষয়ে যা জানাল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৯ আশ্বিন হতে ৯ কার্তিক ১৪৩২ (০৪-২৫ অক্টোবর ২০২৫) পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে। এ সময়ে নদী ও সাগরে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, মা ইলিশকে অবাধে ডিম ছাড়তে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের প্রাচুর্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে এই সময়ে সব ধরনের ইলিশ ধরা ও বেচাকেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছরই ইলিশ প্রজনন মৌসুমে সরকার নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে