ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবারও দেখা মিলবে ভারত-পাকিস্তান ম্যাচ

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৫:৪৭:৩৭
আবারও দেখা মিলবে ভারত-পাকিস্তান ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একাধিকবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান দল। ফাইনালে তারা তৃতীয়বারের মতো একে অপরের বিরুদ্ধে মাঠে নামে, যেখানে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে। এশিয়া কাপের ফাইনালের পর আবারও মাঠে দেখা মিলবে দুই দেশের ক্রিকেটারদের, তবে এবার হবে নারী ক্রিকেটে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর। অংশগ্রহণকারী দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে হওয়ার কথা থাকলেও, পাকিস্তান নারী দল ভারতে না এসে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলবে। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর কলম্বোতে ভারত-পাকিস্তানের মুখোমুখি হবে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট খেলাই নিয়ে চিন্তা করছি। আমাদের একমাত্র ফোকাস ক্রিকেটে।’

হারমানপ্রীত আরও যোগ করেন, ‘এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দল হাত মেলায়নি, এবং হয়তো নারী বিশ্বকাপেও ভারতীয় মেয়েরা শুধু ক্রিকেট খেলায় মনোযোগ দেবে।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে