ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

“এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না”

২০২৫ অক্টোবর ০২ ১৯:২৭:৩৬
“এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না”

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ বিষয়ে কোনো মামলা করা হবে না— এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা বলেন।

মান্না লেখেন— “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”

ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি লেখেন— “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) আর কাউকে এটি দিতে পারে না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। তাই আমি একটি অঙ্গীকার করতে পারি— যদি শাপলা প্রতীক ওদের দিয়ে দেওয়া হয়, আমি কোনো মামলা করব না।”

এদিকে নির্বাচন কমিশন (ইসি) ৩০ সেপ্টেম্বর এনসিপিকে চিঠি দিয়ে জানায়, তাদের প্রাথমিকভাবে নিবন্ধনের আবেদন বিবেচনায় নেওয়া হয়েছে। তবে আবেদনপত্রে থাকা শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়, কারণ এটি নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী নির্ধারিত প্রতীকের তালিকায় নেই।

এনসিপি তাদের আবেদনপত্রে প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করেছিল। পরবর্তীতে তারা শাপলা প্রতীকের রঙ পরিবর্তন করে লাল শাপলা বা সাদা শাপলা চেয়েছিল। কিন্তু ইসি জানায়, এগুলোর কোনোটিই ১১৫টি অনুমোদিত প্রতীকের তালিকায় নেই।

চিঠিতে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯(১) অনুযায়ী, দলকে এখন শুধুমাত্র বরাদ্দ না হওয়া কোনো একটি প্রতীক বেছে নিতে হবে। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন ৫০টি প্রতীকের একটি তালিকা এনসিপিকে দিয়েছে, যেখান থেকে তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, যেসব প্রতীক থেকে বেছে নিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে:বেগুন, বালতি, লিচু, মোরগ, মোবাইল ফোন, কলম, টেবিল, ঘুড়ি, উটপাখি, মগ, হেলিকপ্টার ইত্যাদি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে