ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যাত্রীর কাণ্ড দেখে বিমানের ককপিটে যা করলেন পাইলট

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৫:৩৬:১১
যাত্রীর কাণ্ড দেখে বিমানের ককপিটে যা করলেন পাইলট

নিজস্ব প্রতিবেদক : ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে ঘটেছে এক অদ্ভুত ও বিতর্কিত ঘটনা। বিমানে ওঠার জন্য যাত্রীরা যখন লাইনে দাঁড়িয়ে, তখনই এক বৃদ্ধ যাত্রীকে রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা যায়। ঘটনাটি দেখে বিমানের ককপিটে থাকা পাইলট বিস্মিত হন এবং মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, সাদা ধুতি ও পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ বিমানের খুব কাছাকাছি, রানওয়ের এক পাশে বসে প্রস্রাব করছেন। পেছনে বোর্ডিংয়ের জন্য যাত্রীরা অপেক্ষমাণ। দৃশ্যটি দেখে পাইলট হাসিতে ফেটে পড়েন এবং সেই মুহূর্ত ভিডিও করে রাখেন। এই ভিডিওটি প্রথম ‘আদর্শ আনন্দ’ নামক একটি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করা হয়।

ভিডিওটি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ বিষয়টিকে মজার হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ বলে আখ্যা দেন। এক পক্ষ বলছে, বৃদ্ধ মানুষ ভুল করতেই পারেন, অপর পক্ষ বলছে—এভাবে কারও ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়া মানবিকতা ও গোপনীয়তার লঙ্ঘন।

এ নিয়ে একজন নেটিজেন মন্তব্য করেন, “সাধারণ মানুষ বিমানে ভ্রমণ করছে, এটা ভালো। তবে শিষ্টাচার শেখাটা আরও জরুরি।” অন্যজন বলেন, “পাইলটের আচরণটা অনুচিত। ভিডিও না করে গ্রাউন্ড স্টাফকে জানানো উচিত ছিল।”

তবে এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। স্পষ্ট নয় ভিডিওটি কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছে কিংবা ওই বৃদ্ধ আসলে বিমানের যাত্রী ছিলেন কি না।

সব মিলিয়ে বিষয়টি যেমন বিনোদনমূলক ও মজাদার, তেমনি অনেকের জন্য এটি নৈতিক ও পেশাদারিত্বের প্রশ্নও তুলে ধরেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে