ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পাকিস্তানে বিএনপির সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৮:৫৭:৩৪
পাকিস্তানে বিএনপির সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক জনসভা শেষে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও আরও ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) আয়োজিত ওই জনসভায় হামলাটি ঘটে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকর জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ কর্মকর্তারা মনে করছেন, হামলার মূল লক্ষ্য ছিলেন বিএনপি প্রধান আখতার মেঙ্গাল। তবে তিনি হামলার কিছুক্ষণ আগেই সভাস্থল ত্যাগ করেন এবং অক্ষত রয়েছেন।

বিএনপির মুখপাত্র সাজিদ তারিন জানান, মেঙ্গালের গাড়ি সভাস্থল ত্যাগ করার ঠিক পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তিনি দাবি করেন, “এ ঘটনায় আমাদের ১৩ জন কর্মী শহীদ হয়েছেন।”

এক বিবৃতিতে আখতার মেঙ্গাল লেখেন, “আল্লাহর রহমতে আমি নিরাপদে আছি। কিন্তু আমাদের কর্মীদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রায় ১৫ জন কর্মী শহীদ হয়েছেন এবং অনেকে আহত। তাদের এ আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।”

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়ে একে ‘মানবতার শত্রুদের কাপুরুষোচিত কাজ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।” তিনি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি হাত তৈরি বিস্ফোরক (আইইডি) ছিল, নাকি আত্মঘাতী হামলা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে