ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১১:৪৮:২৬
আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের মধ্যে এটি দেশটিতে তৃতীয়বারের মতো ভূমিকম্প।

বিবিসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল একটি প্রত্যন্ত পার্বত্য এলাকায়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও, কমপক্ষে ১৭ জনকে আহত অবস্থায় কুনার প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েক দিনের ধারাবাহিক কম্পন

গত রোববার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানের কুনার ও নাঙ্গারহার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প হয়।

এরপর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফের ৫.৫ মাত্রার কম্পনে ধসে পড়ে বহু ঘরবাড়ি।

আর বৃহস্পতিবার রাতের ভূমিকম্প দেশটির জন্য আরও আতঙ্ক ও ক্ষয়ক্ষতি বয়ে আনে।

আফগানিস্তান কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মরদেহ উদ্ধার অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এছাড়া, আহত হয়েছেন অন্তত ৩,৫০০ জন। বিভিন্ন প্রদেশে ধ্বংস হয়ে গেছে ৬,৭০০’র বেশি ঘরবাড়ি। সবমিলিয়ে এই ভূমিকম্পে সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ।

দুর্গম এলাকায় যাতায়াতের সুবিধা না থাকায় উদ্ধারকাজে অংশ নেওয়া সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোও কাজ শুরু করেছে। তবে প্রয়োজনের তুলনায় সহায়তা এখনও খুবই সীমিত।

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। গত এক দশকে দেশটি একাধিক প্রাণঘাতী ভূমিকম্পের অভিজ্ঞতা পেয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে