ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাকিবকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১১:৩৪:৪৪
সাকিবকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক: সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়লেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ইনিংসটি ছিলো ঝোড়ো, ছিলো রেকর্ডভাঙা। একদিকে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটির মালিক হয়েছেন, অন্যদিকে ছক্কার রেকর্ডে মাহমুদউল্লাহর পাশে বসেছেন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লিটন খেলেন ৪৬ বলে ৭৩ রানের ইনিংস। এটি ছিলো তার ১৪তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি, যা সাকিবের ১৩ ফিফটিকে পেছনে ফেলেছে। ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা হাঁকিয়ে তিনি স্পর্শ করেছেন মাহমুদউল্লাহর রেকর্ড—বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৭ ছক্কার মালিক এখন দুজনই। তবে লিটনের কীর্তি বিশেষ এই কারণে যে, তিনি ১১০ ম্যাচেই এ রেকর্ড গড়েছেন, যেখানে মাহমুদউল্লাহকে খেলতে হয়েছে ১৪১ ম্যাচ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ৩৯ রানের জুটি এনে দেন ওপেনার সাইফ হাসান ও লিটন। সাইফ ৮ বলে ১২ রান করে আউট হলেও লিটন ব্যাট হাতে আলো ছড়ান। তবে তাওহিদ হৃদয় সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি, ব্যক্তিগত ৯ রানেই ফিরতে হয় তাকে। শামীম পাটোয়ারী ১৯ বলে করেন ২১ রান।

শেষ দিকে ব্যাট হাতে আলো ছড়ান নুরুল হাসান সোহান। সুযোগ পেয়ে স্বরূপে ফিরলেন তিনি—১১ বলে ২২ রানের ঝোড়ো ইনিংসে। অন্যপ্রান্তে জাকের আলী অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রান করে। ১৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ, এর পরই নেমে আসে বৃষ্টির বাগড়া।

এই ম্যাচের আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টানা জয় পেয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। শেষ ম্যাচে তাই ছিলো ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার পালা, আর সেখানেই লিটন লিখলেন নতুন ইতিহাস।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে