ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকায় পুলিশের নজরে ’সাড়ে ৩ ঘণ্টা’

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১০:৪৩:৫১
ঢাকায় পুলিশের নজরে ’সাড়ে ৩ ঘণ্টা’

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে প্রতিদিন ভোরের সাড়ে তিন ঘণ্টা সময়কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশের নজরে ‘সাড়ে ৩ ঘণ্টা’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

এই সময়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, “এই সময়েই সাধারণত ছিনতাইকারী এবং নাশকতাকারীরা সক্রিয় থাকে। তাই আমরা ভোরের এই সময়টাকে টার্গেট করে নিরাপত্তা বাড়িয়েছি।”

আরও যেসব নিরাপত্তা ব্যবস্থা জোরদার:

২৪ ঘণ্টার টহল ও চেকপোস্ট: রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত চেকপোস্ট ও টহল জারি থাকবে।

বিভিন্ন ইউনিটের অংশগ্রহণ: ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা ইউনিট এই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত রয়েছে।

গুজব প্রতিরোধ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থির করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাঠ পর্যায়ে নির্দেশনা: নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য আলাদা নির্দেশনাও জারি করা হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট

নির্বাচন ঘিরে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, ষড়যন্ত্রের অভিযোগ এবং ঝটিকা মিছিলের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সম্প্রতি একটি ভিডিওতে দাবি করা হয়, জাতীয় সংসদ ও ডাকসু নির্বাচন বানচালের পরিকল্পনা চলছে ভারতের মাটিতে, যেখানে কিছু রাজনৈতিক নেতা জড়িত থাকতে পারেন বলে অভিযোগ তোলা হয়েছে।

এই পরিস্থিতিতে রাজধানীতে একাধিক ঝটিকা মিছিল হয়েছে—গতকাল বনানীতে এবং তার আগে ধানমন্ডিতে। এসব কর্মসূচিতে নিষিদ্ধঘোষিত কিছু সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের অভিযোগ উঠেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে