ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ‘বিছানায় যাচ্ছেন’ মোদি

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৩০:২২
পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ‘বিছানায় যাচ্ছেন’ মোদি

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

রোববার (৩১ আগস্ট) Fox News-এ দেওয়া এক সাক্ষাৎকারে নাভারো বলেন,“মোদি একজন মহান নেতা… কিন্তু আমি বুঝতে পারছি না, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হয়ে তিনি কেন পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ‘বিছানায় যাচ্ছেন’।”

মোদি বর্তমানে চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানেই শি জিনপিং ও পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে তাকে দেখা গেছে। এই প্রেক্ষাপটেই এসেছে নাভারোর এ বিতর্কিত মন্তব্য।

নাভারো অভিযোগ করেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে ভারত রাশিয়া থেকে তেল কিনত না বললেই চলে। এখন তারা “রাশিয়ান যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে”—এমন মন্তব্য করে তিনি বলেন,“ভারত এখন রাশিয়ার জন্য একটি ‘লন্ড্রি’। তারা ধনীদের লাভ করাচ্ছে, সাধারণ ভারতীয়দের খরচে। এটা থামানো দরকার।”

তার দাবি, ভারতীয় রিফাইনারিগুলো বিশাল ছাড়ে রাশিয়ান অপরিশোধিত তেল কিনছে, প্রক্রিয়াজাত করছে এবং উচ্চ দামে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করছে।“এটা ইউক্রেনীয়দের হত্যা করছে,”—বলেন নাভারো।

রাশিয়া থেকে তেল কেনা এবং ৫০% মার্কিন শুল্ক চাপানোর জেরেই ভারত আরও বেশি চীনের দিকে ঝুঁকছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মোদি ৭ বছরের মধ্যে প্রথমবার চীন সফরে গিয়েছেন, যেখানে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং পরে পুতিন ও শির সঙ্গে একান্ত আলোচনাতেও অংশ নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে