ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

১৫% দম্পতির গোপন যন্ত্রণার সমাধান এবার হাতের মুঠোয়

২০২৫ জুলাই ২৬ ১৬:২৩:৪১
১৫% দম্পতির গোপন যন্ত্রণার সমাধান এবার হাতের মুঠোয়

নিজস্ব প্রতিবেদক: বন্ধ্যত্ব চিকিৎসায় বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশের বিশেষজ্ঞরা। আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এখন দেশেই বিশ্বমানের আইভিএফ ও বন্ধ্যত্ব চিকিৎসা পাওয়া যাচ্ছে—যার সফলতার হার উন্নত দেশের সমতুল্য। ফলে বন্ধ্যত্ব নিরাময়ের জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

শুক্রবার (২৫ জুলাই) বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই তথ্য জানান। লুমিনা আইভিএফ-এর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়—যার মধ্যে ছিল র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সেমিনার ও চিকিৎসা পরামর্শ সেবা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রজননক্ষম দম্পতিদের মধ্যে প্রায় ১৫ শতাংশ কোনো না কোনো ধরনের বন্ধ্যত্ব সমস্যায় ভোগেন। বাংলাদেশেও এই হার ক্রমাগত বাড়ছে। চিকিৎসকদের মতে, দেরিতে বিয়ে, সন্তান নেওয়ার বিলম্ব, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), হরমোন ভারসাম্যহীনতা এবং পুরুষদের শুক্রাণু ঘাটতিসহ বিভিন্ন কারণ এর জন্য দায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রজনন ও বন্ধ্যত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফ্লোরিডা রহমান বলেন,“আমাদের সমাজে এখনও বন্ধ্যত্বকে লজ্জার বিষয় মনে করা হয়। অথচ এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। সচেতনতা বাড়ানো গেলে এবং সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ দম্পতিই পিতৃত্ব-মাতৃত্বের স্বাদ পেতে পারেন।”

লুমিনা আইভিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুদ হোসেন বলেন,“বাংলাদেশেই এখন আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব রয়েছে। আমাদের সাফল্যের হারও উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারে। আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে চিকিৎসা নিলে ফলাফল ভালো হয়।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ও লুমিনা আইভিএফ-এর পরামর্শক ডা. উম্মে তাহমিনা সীমা, ফাইন্যান্স ডিরেক্টর মুজাহিদ হোসেন, অপারেশন ডিরেক্টর নাজমুল আজম পলাশ ও হেড অব বিজনেস মুনিরুল সালেহীন।

দিনের শুরুতে ধানমন্ডি লেকে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারীদের রক্তচাপ ও বিএমআই পরীক্ষা করা হয় এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে