ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

কনস্টেবলকে নিয়ে পালানোর চেষ্টা: ৩০০ ফিটের ভাইরাল ভিডিওর নেপথ্যকথা

২০২৫ জুলাই ২৫ ২১:৩২:১১
কনস্টেবলকে নিয়ে পালানোর চেষ্টা: ৩০০ ফিটের ভাইরাল ভিডিওর নেপথ্যকথা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ৩০০ ফিট সড়কের ব্যস্ত রাস্তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশার পেছনের আসনে একজন পুলিশ সদস্য বসে আছেন, আর তাকে তাড়া করছেন আরেকজন মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য। এই ঘটনায় কয়েকটি গাড়িতে ধাক্কা লাগে এবং একজন মোটরসাইকেল আরোহী আহত হন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে নানা প্রশ্ন তৈরি হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, গত মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। রাজধানীর ৩০০ ফিট সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল ও সার্জেন্ট রোকন ঘটনাস্থলে যান। তারা গাড়ি দুটি আটক করে মীমাংসার চেষ্টা করছিলেন। এ সময় কনস্টেবল অটোরিকশার ভেতরেই ছিলেন।

সোহেল রানা জানান, সার্জেন্ট রোকন থানায় ফোন করার সময় অটোরিকশা চালক লিটন ভয় পেয়ে কনস্টেবলকে নিয়েই অটোরিকশা চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কিছুদূর যাওয়ার পর সার্জেন্ট রোকন তাকে আটক করতে সক্ষম হন। পরে থানা পুলিশ এসে লিটনকে পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায়।

সহকারী কমিশনার সোহেল রানা আরও জানান, যেহেতু প্রাইভেটকার চালক লিখিত কোনো অভিযোগ দেননি, তাই পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে অটোরিকশা চালক লিটনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে যে একজন ব্যক্তি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তা সঠিক নয়।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে