ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

বন্ধ করা হলো ১১ হাজার ইউটিউব চ্যানেল

২০২৫ জুলাই ২৫ ১৮:৫৪:৫৮
বন্ধ করা হলো ১১ হাজার ইউটিউব চ্যানেল

নিজস্ব প্রতিবেদক : চালানোর অভিযোগে ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই এতগুলো চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে গুগল। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের এসব চ্যানেল বিশ্বজুড়ে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছিল।

সিএনবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে এবং গুগলের অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে, বন্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে চীনের ৭,৭০০টি এবং রাশিয়ার ২,২০০টি। এসব চ্যানেল থেকে ইংরেজি ও চীনা ভাষায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা এবং মার্কিন পররাষ্ট্রনীতি ও ন্যাটোর সমালোচনা করা হচ্ছিল। রাশিয়াপন্থী চ্যানেলগুলো ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা দেশবিরোধী প্রচারে সক্রিয় ছিল।

গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’ (TAG) বিশ্বব্যাপী ইউটিউব চ্যানেলগুলোর উপর নজরদারি করে থাকে। এর আগে কেবল ২০২৫ সালের মে মাসেই গুগল ২০টি ইউটিউব চ্যানেল, ৪টি বিজ্ঞাপন অ্যাকাউন্ট ও ১টি ব্লগ বন্ধ করেছিল। এবার সেই পদক্ষেপ আরও বিস্তৃত করা হলো।

এছাড়া চীন-রাশিয়া ছাড়াও ইরান, আজারবাইজান, তুরস্ক, ইসরায়েল, রোমানিয়া ও ঘানার সংশ্লিষ্টতায় পরিচালিত বেশ কিছু চ্যানেল থেকেও ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল। এসব চ্যানেলের উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটানো এবং জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানো।

গুগলের ভাষ্যমতে, এইসব চ্যানেলের প্রধান উদ্দেশ্য ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক বা রাষ্ট্রীয় এজেন্ডা বাস্তবায়ন করা। এসব চ্যানেল বন্ধ করার মাধ্যমে গুগল অনলাইনে তথ্যসুরক্ষা এবং ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছে।

মুসআব/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে