ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

চুনারুঘাটে শালি-দুলাভাই আটক: অতঃপর যা ঘটল...

২০২৫ জুলাই ২৫ ২২:০৩:০১
চুনারুঘাটে শালি-দুলাভাই আটক: অতঃপর যা ঘটল...

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা করে গাঁজা পাচারের সময় এক শালি ও দুলাভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের জাজিউতা এলাকায় একটি তল্লাশিচৌকিতে তাদের হাতেনাতে ধরা হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের করিমুল হক (৩২) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জুই আক্তার (১৯)। তারা সম্পর্কে শালি ও দুলাভাই এবং গাজীপুরের সালনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিপন পুরকায়স্থের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় যাত্রীবেশে থাকা এই তরুণ-তরুণীর ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম জানান, তারা স্বামী-স্ত্রী, ভাই-বোন কিংবা আত্মীয় পরিচয়ে বিভিন্ন যানবাহনে গাঁজা বহন করত। সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের ভেতরে সরবরাহ করাই ছিল তাদের প্রধান কাজ।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে