ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

সূরা লোকমানের আয়াত দিয়ে উদাহরণ দিলেন হাসনাত আবদুল্লাহ

২০২৫ জুলাই ২৫ ১৬:১২:১৩
সূরা লোকমানের আয়াত দিয়ে উদাহরণ দিলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় এক বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার শিকার হয়েছে, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের কোনো বিকল্প নেই।

সমাবেশে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সূরা লোকমানের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “যারা দম্ভ করে মাটিতে হাঁটে, আল্লাহ তাদের অপছন্দ করেন ও ধ্বংস করে দেন।” তিনি এই বক্তব্যে ইঙ্গিত দেন, শেখ হাসিনার পতন এই ঈশ্বরীয় বিধানেরই বাস্তব উদাহরণ।

হাসনাত আরও দাবি করেন, কুমিল্লা নামের প্রথম অংশে ‘কু’ থাকায় শেখ হাসিনা এই অঞ্চলকে বিভাগে উন্নীত করতে চাননি। তার ভাষ্য, “আমরা হাসিনাকে সরিয়ে দিয়েছি। এবার বলছি—বিভাগ হবেই, কুমিল্লা নামেই হবো।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই ছাত্র আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। সহিংস ঘটনায় প্রাণহানি ও বহু হতাহতের প্রেক্ষিতে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।

বক্তারা বলেন, কুমিল্লা একটি আত্মনির্ভরশীল অঞ্চল হলেও এখানে রাষ্ট্রীয় উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রশাসনিক বিভাগ গঠনে বারবার উপেক্ষার শিকার হয়েছে কুমিল্লা। তারা এই বঞ্চনার অবসান ঘটিয়ে কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলন’ হিসেবে উল্লেখ করে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি। সামনে আরও দীর্ঘ পথ, সেজন্য ঐক্য দরকার।”

তারা আন্দোলনে নিহতদের জন্য দোয়া করেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি জানান। বক্তারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার এবং গণতান্ত্রিক উত্তরণে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে