ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে বিমানে ফোন ‘ফ্লাইট মোডে’ রাখতে বলা হয়

২০২৫ জুলাই ২৫ ১২:৪৭:৩০
যে কারণে বিমানে ফোন ‘ফ্লাইট মোডে’ রাখতে বলা হয়

নিজস্ব প্রতিবেদক : বিমানে ওঠার পর আমরা একটি পরিচিত নির্দেশনা শুনে থাকি—মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ‘ফ্লাইট মোডে’ রাখতে হবে। অনেক যাত্রী একে গুরুত্ব না দিলেও, এটি বিমান চলাচলের নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

ফ্লাইট মোড চালু না থাকলে মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ বিমানের সংবেদনশীল যন্ত্রপাতির—যেমন: কমিউনিকেশন রেডিও, নেভিগেশন সিস্টেম এবং অটোমেটেড কন্ট্রোল ডিভাইসের—কার্যকারিতায় বিঘ্ন ঘটাতে পারে। এতে ভুল সংকেত যেতে পারে ককপিটে, যা পাইলটের সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একাধিক যাত্রী একসঙ্গে মোবাইল ফোন ব্যবহার করলে, যন্ত্রপাতির সিগন্যাল আরও বেশি পরিমাণে বিঘ্নিত হতে পারে। এর ফলে ফ্লাইট নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে।

বিমান যখন ৩০,০০০ থেকে ৪০,০০০ ফুট উচ্চতায় থাকে, তখন মোবাইল ফোন নিচের একাধিক টাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এতে মোবাইল নেটওয়ার্কে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হয় এবং নিচে থাকা ব্যবহারকারীদের সেবাও ব্যাহত হতে পারে।

২০১৩ সালের আগ পর্যন্ত বিমানে মোবাইল ফোন সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে পরবর্তী গবেষণায় দেখা যায়, ‘ফ্লাইট মোড’ চালু রাখলে ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। এখনো অনেক দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ এই নির্দেশনা কঠোরভাবে মানার ওপর জোর দিয়ে থাকে।

অতএব, বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন ‘ফ্লাইট মোডে’ রাখা কেবল একটি নিয়ম নয়—এটি একজন সচেতন ও দায়িত্বশীল যাত্রীর কর্তব্য। নিজের এবং অন্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই নিয়ম অবশ্যই মেনে চলা উচিত।

মুসআব/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে