ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে

২০২৫ জুলাই ২৫ ১৮:৩৯:২১
সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় কৌশলে সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধা।

ভুক্তভোগী মোছা. ফিরোজা খন্দকার (৬৫) পাংশা পৌরশহরের মাগুরাডাঙ্গী গ্রামের মৃত রইচ উদ্দিন খন্দকারের স্ত্রী।

অভিযুক্ত ছেলের নাম মো. খন্দকার ফজলে রাবিব সাগর (৪২) ও তার স্ত্রী মোছা. মুন্নি খন্দকার (২৭)।

অভিযোগ ও ভুক্তভোগী ওই নারী সূত্রে জানা গেছে, একমাত্র ছেলে ও তার পুত্রবধূ তার নিজ নামীয় বাড়িসহ জমি কৌশলে লিখে নেয়। ১৮ মাস আগে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ২৩ জুন সকালে তিনি বাড়িতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় অভিযুক্ত সাগরের বোন দীনা খন্দকার বলেন, আমার ভাই কৌশলে আমাদের বাড়ির সম্পত্তি লিখে নিয়ে আমার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিষয়টি আমরা জানতাম না। বিষয়টি জানার পরে অনেক খোঁজাখুঁজি করে মাকে পেয়েছি। এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি।

অভিযুক্ত সাগরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও নম্বরটি ব্যবহৃত হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে