ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

বিমানের ঢাকা-বরিশাল ফ্লাইট হঠাৎ বন্ধ ঘোষণা

২০২৫ জুলাই ২৫ ২২:৫১:৪৮
বিমানের ঢাকা-বরিশাল ফ্লাইট হঠাৎ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান আকস্মিকভাবে ঢাকা-বরিশাল রুটে তাদের সকল ফ্লাইট আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করেছে। উড়োজাহাজ স্বল্পতাকে কারণ হিসেবে দেখানো হলেও, এই আকস্মিক সিদ্ধান্তে বরিশাল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তবে বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে আশ্চর্যরকম নীরবতা পালন করছে, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এই পদক্ষেপ বরিশাল অঞ্চলের অর্থনীতি ও পর্যটন শিল্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকেই এই বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে বিভিন্ন সময়ে নানা অজুহাতে এই রুটের বিমান চলাচল একাধিকবার বন্ধ ছিল।

সর্বশেষ ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতেও নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়েছিল। এরপর পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কমে যাওয়ার অজুহাত দেখিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই রুটে ফ্লাইট চলাচল সপ্তাহে তিন দিনে নামিয়ে আনা হয়।

ফ্লাইট পরিচালন-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজ কম থাকার কারণে বরিশালসহ মোট দুটি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, পরিচালনা করার মতো দুটি উড়োজাহাজ পেলেই এই রুটে বাংলাদেশ বিমান চলাচল পুনরায় শুরু হবে।

বিমানের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানের 'এস ২ একেডি' নম্বরের উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সর্বশেষ ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সেটি ৬৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায়। বর্তমানে এই রুটে কোনো বেসরকারি উড়োজাহাজও যাত্রী পরিবহন করছে না।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে