ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন নির্দেশনা

২০২৫ জুলাই ২৫ ১২:৩৩:৪১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বিদায় ও স্বাগত জানাতে আসা দর্শনার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যানজট কমানো ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন দর্শনার্থী বিমানবন্দরের ডিপারচার (বিদায়) ও অ্যারাইভাল (আগমন) এলাকায় প্রবেশ করতে পারবেন। এই নির্দেশনা ২০২৫ সালের ২৭ জুলাই, রবিবার থেকে কার্যকর হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদ, ছুটির মৌসুম ও শিক্ষাবর্ষের শুরুতে অভিভাবকদের উপস্থিতিতে যে অতিরিক্ত ভিড় তৈরি হয়, তা নিয়ন্ত্রণে নতুন এই নিয়মাবলী কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে এই নিয়ম আরও কঠোর করা হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে