ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

১১টি সংস্কার কমিশনে খরচ হবে যত টাকা 

২০২৫ জুলাই ২৫ ১২:০৩:৩০
১১টি সংস্কার কমিশনে খরচ হবে যত টাকা 

নিজস্ব প্রতিবেদক : দেশ পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ১১টি সংস্কার কমিশনের জন্য একটি একক গ্রহণযোগ্য সনদ তৈরিতে কাজ করছে 'ঐকমত্য কমিশন'। পাশাপাশি অর্থনৈতিক দিক নির্দেশনার জন্য প্রকাশ করা হয়েছে একটি শ্বেতপত্র। তবে প্রশ্ন উঠেছে—এসব কমিশন গঠন ও পরিচালনায় সরকারের কত টাকা খরচ হয়েছে এবং এসব খরচের বিপরীতে জনগণের প্রাপ্তি কী?

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এই খরচ জনগণের করের টাকায় নির্বাহ হচ্ছে, তাই সরকারের উচিত এসব ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব জনসমক্ষে প্রকাশ করা—যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের অধীনে একটি জরিপ পরিচালনার জন্য পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে খরচ হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। শুধু জরিপে নয়—এই কমিশনের অন্যান্য খরচও রয়েছে। যেমন:

জরিপে নিয়োজিত ব্যক্তিদের সম্মানি বাবদ ব্যয়: ৫৫ লাখ টাকা

মুদ্রণ, প্রচার ও আনুষঙ্গিক খরচ: প্রায় ২ কোটি টাকা

ফলে একক একটি কমিশনেরই মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি টাকা। অন্য কমিশনগুলোর ক্ষেত্রেও রয়েছে অনুরূপ ব্যয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংস্কার কমিশনগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৫ কোটি ৫২ লাখ টাকা। তার মধ্যে বিভিন্ন কমিশনের জন্য বরাদ্দ ছিল:

সংবিধান সংস্কার কমিশন: ১ কোটি ৬৪ লাখ টাকা

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন: ১ কোটি ৩৪ লাখ টাকা

স্থানীয় সরকার সংস্কার কমিশন: ৯৫ লাখ টাকা

পুলিশ সংস্কার কমিশন: ৮৩ লাখ টাকা

বিচার বিভাগীয় সংস্কার কমিশন: ৭৬ লাখ টাকা

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বরাদ্দ ছাড়িয়ে অনেক খরচ ইতোমধ্যে হয়ে গেছে। মূল বাজেটের বাইরেও অতিরিক্ত অর্থ ব্যবহৃত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,“সব খরচ জনগণের টাকায় হচ্ছে। ফলে প্রতিটি কমিশনের ব্যয়ের বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা সরকারের দায়িত্ব। এতে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।”

এই কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন,“আমরা এমন সুপারিশ করেছি, যা বাস্তবায়িত হলে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত হবে। এতে সাংবাদিকতা আর কোনো পরিবার, ব্যক্তি বা রাজনৈতিক শক্তির করুণার ওপর নির্ভরশীল থাকবে না।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে