ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যেসব কলেজ

২০২৫ জুলাই ২৫ ১৫:৪৯:০২
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যেসব কলেজ

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

প্রথম ধাপে অনলাইনে আবেদন নেওয়া হবে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। এই ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

নীতিমালায় বলা হয়েছে, যেসব কলেজের শুধু স্থাপন অনুমতি রয়েছে কিন্তু পাঠদানের অনুমোদন নেই—সেসব প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আবার পাঠদানের অনুমোদনপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ে ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ।

খসড়া অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে করা হতে পারে ২২০ টাকা।

আবেদনকারীদের মধ্য থেকে মেধা, কোটা (যদি প্রযোজ্য হয়) ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে