ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

নিষিদ্ধ ছাত্রলীগের ইনান-হাসিনার ফাঁস হওয়া অডিওতে যা জানা গেল

২০২৫ জুলাই ২৫ ১৬:২৬:২১
নিষিদ্ধ ছাত্রলীগের ইনান-হাসিনার ফাঁস হওয়া অডিওতে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ছাত্র আন্দোলন দমনের ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। ৫০ মিনিট দীর্ঘ এ ডকুমেন্টারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর একটি ফোনালাপ প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আলজাজিরার তথ্যানুযায়ী, ফোনালাপটি হয়েছে ২০২৪ সালের ১৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। সংস্থাটি দাবি করেছে, অডিওটি বাংলাদেশ সরকারের একটি গোয়েন্দা সংস্থা রেকর্ড করে এবং পরে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই করা হয়।

ফোনে শেখ হাসিনা জানতে চান, ছাত্র আন্দোলনের সময় মাঠের পরিস্থিতি কেমন। উত্তরে ইনান বলেন,“আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, মাঠে ছিল। আপনার নির্দেশনা পেয়েই সবাই টাইমে নেমে গেছে।”

তিনি আরও জানান, জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পেয়ে সরাসরি শেখ হাসিনার সঙ্গেই যোগাযোগ করছেন।

অডিও প্রকাশের মাত্র দুই দিন আগে, ১৫ জুলাই, ঢাবিতে চলমান আন্দোলনে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ কর্মীদের দ্বারা আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে। আলজাজিরার তথ্যচিত্রে সেই হামলার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও দেখানো হয়েছে।

ফোনালাপে শেখ হাসিনা বলেন,“দক্ষিণে, উত্তরে বলে দিয়েছি—যেখানে যা দরকার তাই করতে।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, আন্দোলনের পেছনে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ কাজ করছে এবং তাদের “কোনো সুযোগ দেওয়া যাবে না” বলেও মন্তব্য করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে