ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিজভীর জাল স্বাক্ষর ইস্যুতে ফাঁস হলো সত্য

২০২৫ জুলাই ২৫ ১৮:২৫:০৫
রিজভীর জাল স্বাক্ষর ইস্যুতে ফাঁস হলো সত্য

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তাঁর জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমি দলের সবপর্যায়ের নেতাকর্মীদের অবগত করছি যে, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও জানান, “ওই প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া।”

রিজভী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অনুরোধ জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ওই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন।”

এদিকে বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নাজিয়া ও নাফি, একই পরিবারের দুই ভাই-বোনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুহুল কবির রিজভী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে