ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

যে কারণে চীনারা ইংরেজি শেখে না

২০২৫ জুলাই ১২ ১৪:৫৬:০৫
যে কারণে চীনারা ইংরেজি শেখে না

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব যখন ইংরেজিকে আন্তর্জাতিক যোগাযোগের প্রধান ভাষা হিসেবে গ্রহণ করেছে, তখন বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এই ভাষার প্রতি যেনো উদাসীন। চীনের প্রায় ৯৯.৫% নাগরিকই ইংরেজিতে অজ্ঞ—এই তথ্য অনেকের কাছেই বিস্ময়কর।

চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিতে তারা একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা গড়ে তুলেছে। ফলে চীনা নাগরিকদের বিদেশি ভাষা শেখার প্রয়োজনীয়তা খুবই কম। অভ্যন্তরীণ জীবনব্যবস্থা ও প্রশাসন সম্পূর্ণ মান্দারিন ভাষাভিত্তিক হওয়ায় ইংরেজি তাদের জন্য "অপরিহার্য" নয়।

চীনে উচ্চশিক্ষা নিতে গেলে বিদেশিদের বাধ্যতামূলকভাবে চাইনিজ ভাষার কোর্স (HSK) করতে হয়। প্রকৌশল, চিকিৎসা বা প্রযুক্তিতে ডিগ্রি নিতে আসা শিক্ষার্থীদেরকেও মান্দারিনেই দীক্ষা নিতে হয়।

চীনের ভাষা-নীতিতে "একটি বাড়ি, একটি ফ্যাক্টরি" নীতির প্রতিফলন দেখা যায়—অর্থাৎ চীন নিজের চাহিদা নিজেই পূরণে সক্ষম।

বিশ্লেষকদের মতে, ইংরেজি না শেখার পেছনে চীনের জাতীয় আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষা করার প্রবল আগ্রহ রয়েছে। সেই সঙ্গে আমেরিকান আধিপত্যের প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই চীন দেখাতে চায়—"আমরা ইংরেজি ছাড়া চলতেও পারি।"

চীন নিজস্ব ভাষা-ভিত্তিক প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলেছে উইচ্যাট, উইবো, বাইদু-র মতো অ্যাপ ও সার্চ ইঞ্জিন। ফলে গুগল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চীনে কার্যত নিষ্ক্রিয়।

চীনের বিশাল জনসংখ্যাই তাদের জন্য একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার তৈরি করেছে। তাই আন্তর্জাতিক ভাষা নির্ভরতা ছাড়াই তারা বৈশ্বিক অর্থনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

বিশ্বায়নের যুগে ইংরেজি অপরিহার্য মনে হলেও, চীনের উদাহরণ বলছে ভাষা নয়, প্রভাবই আসল শক্তি। আর এই বার্তাই স্পষ্টভাবে দিয়ে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে