ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

মাদুরো পুত্রের জরুরি বার্তা জনগণের উদ্দেশে 

২০২৬ জানুয়ারি ০৫ ১০:৩০:১০
মাদুরো পুত্রের জরুরি বার্তা জনগণের উদ্দেশে 

নিজস্ব প্রতিবেদক : এক ভিডিও বার্তায় ৩৫ বছর বয়সী গুয়েরা ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যে তিনি বলেন, “আপনারা আমাদেরকে রাজপথে দেখতে পাবেন, জনগণের পাশে দেখতে পাবেন, মর্যাদার পতাকা উড়াতে দেখবেন। তারা আমাদের দুর্বল দেখতে চায়, কিন্তু আমরা দুর্বলতা দেখাব না।”

বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এএফপিকে গুয়েরার সহকর্মীরা এর সত্যতা নিশ্চিত করেছেন। একদিকে কারাকাসে সুরক্ষিত অবস্থায় থাকা মাদুরোকে আটক করে দেশটির বাইরে নেওয়ার বিষয়টি জল্পনার জন্ম দিয়েছে; অনেকে অনুমান করছেন, মাদুরোর ঘনিষ্ঠ কেউ হয়তো বিশ্বাসঘাতকতা করেছে। এ প্রসঙ্গে গুয়েরা বলেন, “ইতিহাসই বলবে কারা বিশ্বাসঘাতক ছিল। ইতিহাসই তা উন্মোচন করবে। আমরা দেখব।”

শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করা হয়। বর্তমানে তাদের অবস্থান নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার-এ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তারা বন্দিশিবিরে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র মাদুরো দম্পতি ও মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে