ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে জানালেন তথ্য উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ০৪ ১৭:১৯:২৪
আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে জানালেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকার একটি দৃঢ় ও শক্ত অবস্থান নেবে। তবে এখনও বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে বিষয়টি নির্ধারণ করা হবে।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, “মুস্তাফিজকে বাদ দেয়ার বিষয়ে আইনি ভিত্তি কী, তা যাচাই করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আমরা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।”

আইপিএল সম্প্রচার বন্ধের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমরা আইনগত ভিত্তি পর্যালোচনা করছি এবং প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে পদক্ষেপ নেব।”

তবে রিজওয়ানা হাসান স্পষ্ট করেছেন, “এই ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”

তিনি আরও বলেন, “যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করতে পারি না। ফলে আমাদের সরকারকে প্রতিক্রিয়া জানাতে হচ্ছে। আইন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী, সঠিক প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত জানানো হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে