ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাবেক এমপির ব্যাংক-সঞ্চয়পত্র-বিও হিসাব অবরুদ্ধ

২০২৬ জানুয়ারি ০৪ ১৫:৪৬:০২
সাবেক এমপির ব্যাংক-সঞ্চয়পত্র-বিও হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তার স্ত্রী, সন্তান, তিন ভাই ও সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব, একটি সঞ্চয়পত্র এবং তিনটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন।

সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মো. আশরাফুল ইসলাম জানান, শেখ জুয়েল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান লঙ্ঘন করে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

আবেদনে উল্লেখ করা হয়, অবরুদ্ধ করা ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও বিও হিসাবের সব ধরনের লেনদেন ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালত মনে করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে