ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূর্যের দেখা কবে মিলবে, জানাল আবহাওয়া অফিস

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:২৩:৩৪
সূর্যের দেখা কবে মিলবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত। দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে, তবে নতুন বছরের শুরুতে কিছুটা উন্নতি হতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার ও বুধবার একই ধরনের শীত ও কুয়াশার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে রোদ দেখা দিতে পারে এবং শুক্রবার নাগাদ প্রায় সারা দেশে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। যদিও বর্তমানে শৈত্যপ্রবাহ নেই, তবু সূর্যের অনুপস্থিতি জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে। নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও ৫ জানুয়ারির পর কিছু অঞ্চলে আবার শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে