ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহের শুরুতেই চমক দেখালো ব্যাংক খাত

২০২৬ জানুয়ারি ০৪ ১৭:১৯:২০
সপ্তাহের শুরুতেই চমক দেখালো ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৪ জানুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাত চমক দেখিয়েছে। এদিন সূচক ও লেনদেন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাতটি। ব্যাংক খাতে লেনদেনে অংশ নেওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ৩০টির শেয়ার দর বেড়েছে এবং একটি ব্যাংকের দর অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি এদিন বাজারে সর্বোচ্চ লেনদেনও হয়েছে ব্যাংক খাতে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ব্যাংক খাতে মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি ৮৭ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ০৫ শতাংশ।

লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে মোট ৮ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকা। একই দিনে ডিএসইতে সিটি ব্যাংকের শেয়ার দর ৭০ পয়সা বা ২ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২৪ টাকা ৭০ পয়সা থেকে ২৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল উত্তরা ব্যাংক। এদিন ব্যাংকটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা। একই দিনে ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ২ দশমিক ১১ শতাংশ বেড়ে ২৪ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। শেয়ারটির দর ২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।

লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে মোট ৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকা। লেনদেনের দিনে ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ৪ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। শেয়ারটির দর ২১ টাকা ৩০ পয়সা থেকে ২২ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

লেনদেন বৃদ্ধিতে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় আরও রয়েছে— ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ব্যাংক এশিয়া।

অন্যদিকে, এদিন ব্যাংক খাতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৪ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে রূপালী ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২০ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। লেনদেনের সময় শেয়ারটির দর ১৮ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় আরও রয়েছে— এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংক।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে