ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রার্থীদের মনোনয়ন বাতিলের ঘটনায় যা বলছে জামায়াত

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:৪৮:৪১
প্রার্থীদের মনোনয়ন বাতিলের ঘটনায় যা বলছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, প্রদত্ত তথ্য-প্রমাণ ও কাগজপত্র থাকা সত্ত্বেও, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “কোনো কোনো জেলা রিটার্নিং অফিসার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছেন। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বিবেচনায় কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। এটি প্রার্থীদের জন্য অন্যায় এবং নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য প্রশ্ন সৃষ্টি করছে।”

তিনি আরও বলেন, “প্রার্থিতা বাতিলের বিষয়গুলো যদি চলতে থাকে, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানাচ্ছি, তুচ্ছ অজুহাতে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে বৈধ ঘোষণা করতে।”

জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের মাঠে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি বিশেষ অনুরোধও জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে