ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:২৪:২৮
এক আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই মনোনয়নপ্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকার–এর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

শনিবার (৩ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাচাই কার্যক্রমের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দুইটি মনোনয়নপত্র জমা দিয়েছেন; এর মধ্যে প্রথমটি যাচাইবাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কর্মকর্তারা বলেন, “একই প্রার্থী যদি একই দলের পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেন, তবে প্রথম দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হয়।”

অপরদিকে, গোলাম আকবর খন্দকারের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একই আসনে দাখিল করা আরও তিন প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: মো. শাহজাহান মঞ্জু (জামায়াতে ইসলামী), নাছির উদ্দিন তালুকদার (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ ইলিয়াছ নুরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার দুজনই দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ নেতা এবং এই আসনে প্রভাবশালী মনোনয়নপ্রত্যাশী। প্রথমে এক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পরে স্থানীয় পর্যায়ে বিরোধ দেখা দেয়; পরে কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্বিবেচনায় আসেন এবং দুজনকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই আসনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার ফলে স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিষয়টি এখন রাউজানের রাজনীতির প্রধান আলোচনার বিষয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে