ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

১০ বছর লড়াই, ৭ বছর নীরবতা—শেষে মিস্টার বিস্টের অবিশ্বাস্য রেকর্ড

২০২৬ জানুয়ারি ০৪ ১৬:৫৪:২৪
১০ বছর লড়াই, ৭ বছর নীরবতা—শেষে মিস্টার বিস্টের অবিশ্বাস্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : ইউটিউব সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি এখন জিমি ডোনাল্ডসন, যাকে বিশ্ব চেনে ‘মিস্টার বিস্ট’ নামে। সব রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হিসেবে তিনি ৪০০ মিলিয়ন (৪০ কোটি) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন।

জিমির এই বিপুল অনুসারী সংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। এই ঐতিহাসিক অর্জন স্মরণীয় করে রাখতে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহান তার হাতে তুলে দিয়েছেন বিশ্বের প্রথম ‘ব্লু ক্রিস্টাল টাইগার প্লে বাটন’। চকচকে ধাতব কাঠামোর মাঝে নীল রঙের উজ্জ্বল পাথর সংযোজিত এই বিশেষ প্লে বাটনটি ইউটিউবের ইতিহাসে এর আগে কাউকে দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুন ৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড গড়ার পর মিস্টার বিস্ট একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি জানান, ইউটিউব যাত্রা শুরু করার সময় অনেকেই তাকে বলেছিলেন তিনি কখনো সফল হতে পারবেন না। এমনকি প্রথম সাত বছর তার ভিডিও খুব কম দর্শকই দেখতেন। তবুও তিনি হাল ছাড়েননি।

দীর্ঘ এক দশকের নিরলস পরিশ্রমের ফল হিসেবে আজ তিনি ৩০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের ‘টি-সিরিজ’কে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে