ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:৪০:১৯
খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাইয়ের শেষ দিনে আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

ফলস্বরূপ, দিনাজপুরের ৬টি আসনে দাখিলকৃত ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪২ জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে:

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী): মো. ইব্রাহীম আলী মন্ডলের মনোনয়ন ঋণখেলাপি হওয়ায় বাতিল। বৈধ প্রার্থী: বিএনপির এ কে এম কামরুজ্জামান, জামায়াতে ইসলামী ও অন্যান্যরা।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট): স্বতন্ত্র প্রার্থী দুইজনের মনোনয়ন বাতিল। বৈধ প্রার্থী: বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামী ও অন্যান্যরা।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল): স্বতন্ত্র প্রার্থী মনজুরুল হক চৌধুরীর মনোনয়ন বাতিল। বৈধ প্রার্থী: বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্যরা।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল): সব মনোনয়ন বৈধ।

দিনাজপুর-৩ (সদর): বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়ন বাতিল।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর): সকল প্রার্থীর মনোনয়ন বৈধ।

এছাড়া নির্বাচন কর্মকর্তারা জানান, খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে, ফলে নির্বাচনে তার অংশগ্রহণ আর হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে