ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিএমবিএ'র নতুন সভাপতি ফখরুল, সম্পাদক সুদীপ ঘোষ 

২০২৬ জানুয়ারি ০৪ ২১:১৬:৫২
বিএমবিএ'র নতুন সভাপতি ফখরুল, সম্পাদক সুদীপ ঘোষ 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারসংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকারদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে (বিএমবিএ) নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হয়েছে। ২০২৫–২০২৭ মেয়াদের জন্য অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটির নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফখরুল আলম সভাপতি এবং এএমসি ক্যাপিটাল লিমিটেডের সিইও সুদীপ ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ এই তথ্য নিশ্চিত করেছে।

বিএমবিএ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ আনুষ্ঠানিকভাবে নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচনী প্রক্রিয়া শেষে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মোঃ নসিবুর রহমান। পাশাপাশি ব্যাংক ইক্যুইটি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও সোহেল রঞ্জন খান কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইডস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তাবক, বিডি ফাইনান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার দত্ত এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রহমান।

কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি মজেদা খাতুন নবনির্বাচিত সভাপতি ফখরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে বিএমবিএ আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জুয়েল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে