ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

৩০ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্প, আফটারশকের সতর্কবার্তা

২০২৬ জানুয়ারি ০৫ ১১:০৮:১৪
৩০ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্প, আফটারশকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : সিলেট ও আশপাশের এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোরে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ছিল ভোর ৪:৪৭:৩৯, তার মাত্রা ৫.২, এবং মাত্র ৩০ সেকেন্ড পরে ভোর ৪:৪৭:৫২-এ দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ৫.৪।

এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যের কিছু এলাকা কেঁপে উঠেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, প্রথম ভূমিকম্পটি ঘটেছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে, এবং দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই গভীরে ভারতের আসামের গোয়াহাটির পাশে মরিগাও এলাকায়।

পলাশ জানিয়েছেন, দ্বিতীয় ভূমিকম্পটি মধ্যম মানের (৫.৪ মাত্রার) হওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় আফটারশকের সম্ভাবনা রয়েছে। আফটারশক বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলসহ যেকোনো ফল্ট লাইনে অনুভূত হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে