ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

২০২৬ জানুয়ারি ০৫ ১২:০৫:১৫
শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

নিজস্ব প্রতিবেদক : ঠান্ডার সময়ে অনেক ব্যবহারকারী দেখেছেন, ফোনের চার্জ দ্রুত ফুরোছে বা চার্জ হতে সময় বেশি লাগছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করে।

প্রধান কারণগুলো:

ফোনে কাভার থাকা: শীতকালে চার্জিংয়ের সময় ব্যাটারি তাপ ছড়ায়। যদি ফোনে কাভার থাকে, তাপ আটকে গিয়ে চার্জ ধীর হয়ে যায় এবং ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়।

ওয়্যারলেস চার্জিং: শীতকালে ওয়্যারলেস চার্জিং ধীর হয়। বিশেষ করে ইউটিউব দেখা বা গেম খেলার সময় এটি আরও ধীর হয়।

চার্জিংয়ের সময় অতিরিক্ত ব্যবহার: ফোন চার্জিংয়ের সময় গেম খেলা বা হেভি অ্যাপ চালালে প্রসেসর ও ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়ে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও ফাইল: ব্যবহার না করা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলে ব্যাটারি দ্রুত খরচ হয়।

সমাধান:

চার্জিংয়ের সময় ফোনের কাভার খুলে রাখুন।

শীতকালে ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলুন।

চার্জিং চলাকালীন হেভি অ্যাপ বা গেম ব্যবহার না করুন।

অনাবশ্যক অ্যাপ ও ফাইল মুছে দিন।

এই ছোট ছোট নিয়ম মেনে চললে ঠান্ডার সময়ে ব্যাটারির চার্জ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে