ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

৯ কোম্পানি হারাচ্ছে মার্জিন ঋণ সুবিধা

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:০৪:১৮
৯ কোম্পানি হারাচ্ছে মার্জিন ঋণ সুবিধা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় ৯টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। জেড ক্যাটাগরিতে থাকার সময় এই কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না।

ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে, রবিবার (৪ জানুয়ারি) পর্যন্ত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ওই ৯টি কোম্পানির শেয়ার সোমবার (৫ জানুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড ও বেস্ট হোল্ডিংস।

ডিএসই জানিয়েছে, সব স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের মার্জিন ঋণ সুবিধা স্থগিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৪ সালের ২০ মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশ অনুযায়ী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে