ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

ব্যাংক খাতের শক্তিশালী ভূমিকায় শেয়ারবাজারে উত্থান

২০২৬ জানুয়ারি ০৪ ১৫:৩৫:০৩
ব্যাংক খাতের শক্তিশালী ভূমিকায় শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস এবং বছরের প্রথম কর্মদিবসের ধারাবাহিকতায় রোববারও (০৪ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের এই ঊর্ধ্বগতিতে মূল নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাত। ডিএসইর সূচকে সর্বাধিক পয়েন্ট যোগ করা শীর্ষ ১০টি কোম্পানিই ছিল ব্যাংক খাতের। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচক বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এসব ব্যাংক সম্মিলিতভাবে ডিএসইর সূচকে প্রায় ৫৩ পয়েন্ট যোগ করেছে।

ডিএসইর সূচকে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটি একাই সূচকে ১৯ পয়েন্টের বেশি অবদান রাখে। লেনদেনের দিনে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন শেয়ারটির দর ৩৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইসলামী ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। এদিন ব্যাংকটি ডিএসইর সূচকে ৯ পয়েন্ট যোগ করে। লেনদেন চলাকালে ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা প্রায় ২ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৬৬ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। শেয়ারটির দর এদিন ৬৪ টাকা ৫০ পয়সা থেকে ৬৭ টাকা ১০ পয়সার মধ্যে লেনদেন হয়। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৫৯ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে পূবালী ব্যাংক। এদিন ব্যাংকটি ডিএসইর সূচকে প্রায় ৮ পয়েন্ট অবদান রাখে। ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা প্রায় ৭ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। লেনদেনের সময় শেয়ারটির দর ৩২ টাকা থেকে ৩৬ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন হয় ৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার টাকা।

অন্য ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংক সূচকে ৩ পয়েন্টের বেশি, সিটি ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২ পয়েন্টের বেশি, সাউথইস্ট ব্যাংক ২ পয়েন্টের বেশি এবং ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট যোগ করেছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে