ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইরানে মার্কিন হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন

২০২৫ জুন ২২ ২০:২৪:৪৭
ইরানে মার্কিন হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন

নিজস্ব প্রতিবেদক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন, এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে। আজ রোববার (২২ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, "ইরানে মার্কিন হামলা এবং আইএইএ-এর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন।" চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও যোগ করে যে, "যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।"

চীন ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে সব পক্ষ – বিশেষ করে ইসরায়েলকে – দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। বেইজিং বলেছে, "আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।"

এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হামলা পুরোপুরি 'সফল' হয়েছে। তবে, ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ইরানের সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ফলে কোনো পরমাণু বিপর্যয় ঘটেনি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে