ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে গেলেন বোলার সাকিব

২০২৪ ডিসেম্বর ১৫ ২২:৫৭:৪৯
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে গেলেন বোলার সাকিব

ডুয়া নিউজ: বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারার পর সাকিব আল হাসান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের যাবতীয় প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। তাই তিনি দেশের বাইরে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডের একটি আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে চালিত পরীক্ষার ফলাফল ভিত্তিক। সাকিবকে পুনরায় বোলিং করতে হলে নিজের অ্যাকশন সংশোধন করে আবার পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে উত্তীর্ণ হতে হবে। এই সময় তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন। সাকিব ইতিমধ্যে চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। ভারতীয় ভিসা পেলে তিনি শিষ্টিপূর্ণ লঙ্কা টি-টেন সুপার লিগ শেষে চেন্নাইয়ে যাবেন। যদি ভিসা না পান তাহলে তাকে পুনরায় ইংল্যান্ডে পরীক্ষা দিতে যেতে হবে।

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যান সাকিব। সেই ম্যাচে ধারাবাহিকভাবে সফল বোলিং করলেও আম্পায়ারদের সন্দেহ তৈরি হয় তাঁর বোলিং অ্যাকশনের প্রতি।

এরপর সাকিব বার্মিংহামের লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সম্মুখীন হন, যেখানে তার বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণের সীমা অতিক্রম করার বিষয়টি ধরা পড়ে। গত ১০ ডিসেম্বর থেকে তার বোলিং নিষিদ্ধ হয়।

আইসিসির ১১.৩ ধারার বিধান অনুযায়ী যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন খেলোয়াড়কে বোলিং নিষিদ্ধ করে, তাহলে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া ক্রিকেটেও কার্যকর হবে। নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর হয় এবং এর জন্য অতিরিক্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন হয় না।

যেহেতু বিসিবি জানায়, আইসিসির ১১.৪ ধারার আওতায় সাকিব পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন, তাই যদি পুনঃপরীক্ষার ফলসে তাঁর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়, তাহলে তিনি আন্তর্জাতিক ও সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিংয়ে ফিরতে পারবেন।

তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই।

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে